![]() |
RAM কী? RAM কিভাবে কাজ করে? |
RAM প্রধানত দুই প্রকার। যেমন:
১/Static RAM
২/Dynamic RAM
Static RAM : Static RAM এর স্টোরেজ কম হলেও যেটি খুব দ্রুত। Static RAM এ কম পাওয়ার ব্যবহৃত হয়। যেটি পরিবর্তন করা কঠিন এবং দাম অনেক বেশি।
Dynamic RAM : Dynamic RAM এ স্টোরেজ খুব বেশি থাকে। RAM এ বেশি পাওয়ার প্রয়োজন হয়। এই RAM ব্যবহার করা হয় প্রধান ইউনিটে।
যখন নতুন কম্পিউটার বা মোবাইল ফোন ক্রয় করা হয়, তখন প্রত্যেকের RAM এর বিষয়টা প্রত্যেককেই খেয়াল রাখা উচিত। বিশেষ করে RAM কত জিবি হবে। কারণ, RAM Storage যত বেশি হবে, কম্পিউটারের Performance তত বেশি হবে। কিন্তু কম্পিউটার কেনার সময় RAM Storage গুরুত্ব দেওয়ার সাথে আরও কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন: RAM type কেমন হবে?
RAM কে Main Memory, Primary Memory অথবা System Memory বলা হয়। RAM Storage কম হয়েও কিভাবে বড় ফাইল, ডাটা ও সফটওয়্যার সংরক্ষণ করে রাখে? যেমন: আপনি মিডিয়া প্লেয়ারে একটি ভিডিও চালু করলেন, ভিডিওটি অবশ্যই আপনার হার্ড ড্রাইভে আছে। আপনি ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথে CPU প্রসেস করা শুরু করবে। মানে, আপনি যে ভিডিওটি চালু করতে যাচ্ছেন সেই কাজ শুরু করে দেবে। এই প্রসেস এর কাজ কিভাবে করে?
প্রসেসর বা CPU সরাসরি হার্ড ড্রাইভে প্রবেশ করে না। অর্থাৎ, একটি ভিডিও চালু করলে প্রথমে সেই ইনস্ট্রাকশন RAM এ আসে। তারপর, RAM সেই ইনস্ট্রাকশন নিয়ে প্রসেস করে দেখায়। কারণ, হার্ডড্রাইভের স্প্রিড কম হয় RAM এর তুলনায়। তাই, কম্পিউটার দ্রুত কাজ করার জন্য CPU ইনস্ট্রাকশন গুলো হার্ডড্রাইভ থেকে পাঠায়। তারপর, RAM থেকে এক্সেস করে। মনে করি, আপনি একটি ভিডিও চালু করলেন যার size হলো 3 GB আর আপনার কম্পিউটারের RAM আছে 2 GB। তাহলে এখানে আপনার কম্পিউটার কিভাবে কাজ করে?
আপনি যখন ভিডিওটি চালু করেন তখন সেই ভিডিওটির সমস্ত অংশ একবারে চালু হয় না, কিছু অংশ চালু হয় এবং পরবর্তী অংশগুলো আপডেট হতে থাকে। এই কাজগুলো খুবই দ্রুত হয় যার কারণে আমরা কোনো কিছুই বুঝতে পারিনা। কিছুটা বোঝা যায় যখন, আমরা কম কনফিগারেশনের কম্পিউটারে অনেকগুলো কাজ একসঙ্গে করি বা বেশি রেজুলেশনের কোন ভিডিও চালু করি। কারণ, সেই কম্পিউটারের RAM কম থাকায় পরবর্তী ইন্সট্রাকশনগুলো আপডেট করতে সময় নেয় এবং যেসময় ইন্সট্রাকশনগুলো আপডেট হয়, সেই সময় বাফারিং হয়ে থাকে।
এইরকম সমস্যা হয়না, যখন আমাদের কম্পিউটারের RAM বেশি থাকে। হার্ডডিস্ক থেকে ডাটা আসে RAM এ তারপর, RAM থেকে ডেটা গুলো প্রসেস করে আমাদেরকে দেখায়। এটির সবচেয়ে ভালো উদাহরণ হলো ইউটিউবে ভিডিও চালুর পদ্ধতি। আপনি যখন কোন ভিডিও চালু করেন তখন পরবর্তী অংশগুলো ধীরে ধীরে লোড হতে থাকে। যদি আপনার ইন্টারনেট স্পিড কম হয় এবং আপনি দ্রুত ফরওয়ার্ড করেন তাহলে বাফারিং শুরু হয়ে যায়।
তাহলে, আমরা জানলাম যে RAM কী? RAM কি কাজ করে? এবং RAM কিভাবে কাজ করে? লেখা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন