হরহর মুভি দেখতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া কঠিন। তবে অনেকেরই আবার হরহর মুভির প্রতি মারাত্মক ভীতি রয়েছে। প্রতিবছরই বেশ কিছু হরহর মুক্তি পেয়ে থাকে। তবে, কিছু মুভি এতই ভয়ঙ্কর হয় যে সেগুলো আপনি না দেখলে হয়তো বিশ্বাস হবেনা। তাহলে চলুন আমরা জেনে নেই, এই পর্যন্ত মুক্তি পাওয়া সেরা কিছু হরহর মুভি সম্পর্কে :
Hagazussa
এই মুভিটি ২০১৯ সালের অন্যতম জনপ্রিয় মুভি গুলোর মধ্যে একটি। অন্যান্য হরর মুভি গুলো থেকে এই মুভিটি একটু হলেও আলাদা। অন্যান্য হরহর মুভি গুলো সাধারণত জম্বি এবং ভূত নিয়ে তৈরি করা হয়। তবে, এই মুভিটি তৈরি করা হয়েছে একটি ডাইনি এর জীবন কাহিনী নিয়ে। কিভাবে একজন মহিলা মারাত্মক সব নরকের প্রাণীদের সাথে যুদ্ধ করে ডাইনি হয়ে যায়, তার কাহিনী বর্ণনা করা হয়েছে এই মুভিতে। এই মুভিটি অন্যান্য হরহর মুভির মতো ভয়ঙ্কর না হলেও মুভিটি কাহিনীনির্ভর হওয়ায় এই মুভিটি দেখে দর্শক সত্যিই আনন্দিত হবেন। তবে হরহর দৃশ্যে একদম মে নেই, কেমন কিন্তু নয়। ডাইনির শয়তানের পুজো করার সময় মারাত্মক সব জিনিসপত্র এবং পরিবেশ দেখে আপনি ভয় পেতে বাধ্য। এছাড়াও, দারুন মিউজিক আপনাকে বারবার ভয় পাইয়ে দিবে।
The Hole in the Ground
হরহর মুভি ভুত যদি একটি বাচ্চা থাকে তাহলে সেই মুভির দেখে আপনি ভয় পাবেন না তা হতেই পারে না। 'The Hole in the Ground' মুভির ভূতের চরিত্রে রয়েছে একটি বাচ্চা। তাছাড়া ওই মুভিটিতে একজন মহিলা থাকেন যিনি সেই বাচ্চাটির দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে নেন। কিন্তু বাচ্চাটির মধ্যে অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে পান সে মহিলা। সেই ছেলেটি নিজের মতো করে ঘুরে বেড়ানো পছন্দ করে এবং তার কাজ কর্ম কিছুটা হলেও সন্দেহ জনক লাগে মহিলাটির কাছে। এই ছেলেটি বড়দের সাথে পাঞ্জা লড়ে হারিয়ে দেয়। এমনকি একজনের হাত ভেঙ্গে ফেলে পাঞ্জা লড়ে। তাছাড়াও, রাতে মহিলাটি দেখতে পান, ছেলেটি শরীরের বিভিন্ন অঙ্গ মুছরে মুছরে উঠেছে। এভাবে ছেলেটির ভয় পাওয়ানোর দৃশ্য এবং মহিলার ভীতু হয়ে, পাগল হয়ে যাওয়ার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। এই মুভির প্রত্যেকটি হরহর দৃশ্যে আপনি বারবার কেটে উঠবেন। সেরা হরর মুভির তালিকায় এই মুভিটির নাম নিশ্চয়ই উঠে আসবে।
Child's Play
আপনি হরহর মুভি দেখতে পছন্দ করলে এই মুভিটি আপনার ভালো লাগতে বাধ্য হবে। মারাত্মক মারাত্মক ভয়ানক দৃশ্য আপনি দেখতে পারবেন এই মুভিতে। এই মুভির কাহিনী সাজানো হয়েছে খুব নিখুঁতভাবে। যেখানে একটি পুতুলকে ভূত হিসেবে দেখানো হয় এবং সে পুতুলটি মারাত্মক হত্যাযজ্ঞ চালায়। আর, এই কাহিনী নিয়েই তৈরি করা হয়েছে সম্পূর্ণ মুভিটি। কিশোর ছেলের জীবনে ঘটে যাওয়া মারাত্মক কাহিনী নিয়ে মুভি তৈরি করা হয়েছে। পুতুলের রক্তচোখ নিয়ে মারাত্মক চাহুনি এমন যে, হয়তো আপনি মুভিটি কখনো ভুলতে পারবেন না। এবং শেষ পর্যন্ত সেই কিশোরের পুতুলটির সাথে যুদ্ধ করার কাহিনী আপনাকে দারুন একটি ছবি দেখার সুযোগ করে দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন